মঙ্গলবার ১৪ মে ২০২৪ - ১১:৩৪
ধনী ও গরিবের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি

হাওজা / আমীরুল মুমিনীন ইমাম আলী (আ:) একটি রেওয়ায়েতে ধনী ও দরিদ্রের দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি নির্দেশ করেছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত রেওয়ায়েতটি "নাহজুল-বালাগা" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

আমীরুল মুমিনীন ইমাম আলী (আ:)

مَا أَحْسَنَ تَوَاضُعَ الْأَغْنِيَاءِ لِلْفُقَرَاءِ، طَلَباً لِمَا عِنْدَ اللَّهِ؛ وَ أَحْسَنُ مِنْهُ تِيهُ الْفُقَرَاءِ عَلَى الْأَغْنِيَاءِ، اتِّكَالًا عَلَى الله.

ধনীদের জন্য আল্লাহর প্রতিদানের জন্য গরীবদের কাছে নত হওয়া কতই না উত্তম এবং আল্লাহর উপর ভরসা রেখে ধনীদের প্রতি সংযমশীল আচরণ করা গরীবদের জন্য তার চেয়ে উত্তম।

(নাহজুল-বালাগা, হিকমত নং ৪০৬)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha